ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (০৯ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-৪ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরন। মনোনয়নবঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসুচি পালন করে আসছিলেন। রোববার বিকালে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসুচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এসময় ভাঙচুর করা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হিরনের সমর্থকদের দাবি, তাদের অন্তত ৪০ জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রপের ১০ জন আহত হয়েছে।
এদিকে, শনিবার রাতে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমর্থক ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকররা। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০টি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, বিএনপির দুই গ্রপের সংঘর্ষ মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালামাল বের করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আটজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন