একদিনের ব্যবধানে আরও ১৪ জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগে শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে ছয় জনকে রদবদল করা হয় এবং নয় জনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। জেলাগুলো হলো: নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদলের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবেই একের পর এক জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন