যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।
রোববার (৯ নভেম্বর) তিনি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা, অপমান-অপদস্ত করা, মারতে উদ্যত হওয়া ও হত্যার হুমকির অভিযোগে মামলাটি দায়ের করেন। রাশিদা রহমান যশোরের শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা।
পিটিশনে রাশিদা উল্লেখ করেছেন, দেলোয়ার হোসেন খোকন বিভিন্ন সময় তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপমান-অপদস্ত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং একটি অঙ্গসংগঠনের সভাপতিত্বের কারণে সব অপমান সহ্য করে চলেছেন।
পিটিশনে বলা হয়েছে, গত ৮ নভেম্বর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত একটি সভার আগেই উপস্থিতদের মধ্যে কথাবার্তা চলছিল। সভায় যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. ইসহক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন খোকন সরাসরি রাশিদার দিকে তেড়ে এসে গালিগালাজ ও অবরোধমূলক বক্তব্য দেন এবং শোরগোল করা হয়। পিটিশনে উদ্ধৃত অভিযোগে বলা হয়েছে, তিনি বলেছিলেন, ‘বেয়াদব, নষ্ট মহিলা, মেরে তোর আর তোর ছেলের চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোর আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনব।’
ঘটনায় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবু দেলোয়ার হুমকি দিয়ে বলেন, এ বিষয়ে কোনো মামলা করলে ‘তাকে খুন করে ফেলব’। পরে রাশিদা কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ মামলাটি গ্রহণ না করে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। সেইমতো তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশি পিটিশন দাখিল করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল নালিশি অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং ডিবি পুলিশের ওসিকে আগামী বছরের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযোগ প্রসঙ্গে বিএনপি সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে (রাশিদা রহমান) বকাবকি করেছি, এটা সত্য। তার ছেলেরা যা করে বেড়ায়, তা তো সবাই জানে। দলের স্বার্থে সম্পাদক হিসেবে কাউকে বকাবকি করলে মামলা হয়, এটা তো কোনোদিন শুনিনি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন