অভিবাসীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা। হৃদরোগ, ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যা থাকলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ভিসা আবেদন। সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এরইমধ্যে দূতাবাস ও কনস্যুলেটে এ-সংক্রান্ত বার্তা পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্বাস্থ্য সমস্যা থাকলে কম বয়সি অভিবাসনপ্রত্যাশীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বোঝা হতে পারে, ভাগ বসাতে পারে নাগরিক সুবিধায়Ñ এমন কারণ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করা এবং কঠোর ভিসানীতির জন্য বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র বসবাসের ভিসানীতিতে নতুন সংযোজন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। হৃদরোগ, ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যা থাকলে বাতিল হয়ে যেতে পারে মার্কিন মুলুকে বসবাসসংক্রান্ত ভিসার আবেদন। আগে এ তালিকায় ছিল ছোঁয়াচে রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যা। তবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি সাপেক্ষে অভিবাসনপ্রত্যাশীদের ভিসা দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা কোনো নতুন বিষয় না। যক্ষ্মার মতো সংক্রামক রোগের পরীক্ষা ও আবেদনকারীর টিকা গ্রহণের ইতিহাস যাচাই ছাড়া আগেও ভিসা দিত না ওয়াশিংটন। তবে নতুন নির্দেশনায় এ স্বাস্থ্যবিষয়ক নতুন অনেক নিয়ম যোগ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন