নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নির্বাচনি কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রার্থী আব্দুল আজিজ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন