যশোরের বেনাপোল স্থলবন্দরে শুষ্ক মৌসুমে অগ্নিকা-ের ভয়াবহতা থেকে রক্ষা পেতে এবং জানমাল রক্ষার্থে, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে স্থলবন্দরের ১ নম্বর শেডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেনাপোলের সহায়তায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপ সচিব মো. শামীম হোসেন। তিনি বলেন, বেনাপোল বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। ঢাকা বিমান বন্দরে আগুন লাগার পরে আমরা বেনাপোল বন্দরেও সতর্কতা অবলম্বন করছি। অগ্নিকা-ের মতো ঘটনা বেনাপোল বন্দরে যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বন্দর এলাকায় আগুন নেভানোর পদ্ধতি শেখানোর জন্য একটা মহড়ার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন