সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:০৭ এএম

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

কোয়ালিফিকেশন রাউন্ডে উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:০৭ এএম

কোয়ালিফিকেশন রাউন্ডে  উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা

২৪তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা আক্তার; ৬৯৩ স্কোর গড়েছেন তিনি। বন্যার এটি ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় রেকর্ড স্কোর গড়েছে বাংলাদেশও-২০৬১। আগে ছিল ২০৪৫। ৭২ তির ছোড়ার লড়াইয়ে শুরু থেকে নিশানা ঠিক রেখেছিলেন রাম কৃষ্ণ। ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে তিনি হয়েছেন ষষ্ঠ। রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন আরচ্যার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম। রিকার্ভ পুরুষ এককে সাগর, আলিফ ও রাম কৃষ্ণের কাছেই প্রত্যাশা বেশি বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অবশ্য এই ইভেন্টে বাংলাদেশের চার আরচারই ‘বাই’ পেয়েছেন।

রাম কৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা-১৬-তে। সেরা ২৪ এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র‌্যাঙ্কিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র‌্যাঙ্কিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আরচার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আরচারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়েছে উঠেছেন ১/১৬-এর মঞ্চে। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরোতে মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি। কুলসুম ১/১৬-তে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ। পুরুষ দলগত রিকার্ভে ১/৪-এ উঠতে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে উঠতে বাংলাদেশ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৮৭ স্কোর গড়ে সেরা হয়েছেন ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে ও কম্পাউন্ড নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতের দীপশিখা ৭০৫ স্কোর গড়ে হয়েছেন প্রথম।

রূপালী বাংলাদেশ

Link copied!