আইরিশদের ২৮৬ রানে গুটিয়ে দিয়ে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামের ওপেনিং জুটিতে চলে আসে ১৬৮ রান। এক উইকেট হারালেও বড় সংগ্রহের দিকে নজর বাংলাদেশের।
আউট হওয়ার আগে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়ে ফেলেছেন সাদমান-জয়। দেশসেরা ওপেনিং জুটিটি তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ৩১২ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তারা।
এদিন ব্যাট হাতে ওপেন করতে এসে শুরু থেকেই ওডিআই স্টাইলে ব্যাট চালায় দুই বাংলাদেশি ওপেনার। ভালো শুরু পেয়ে দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশত রান। অর্ধশত পেয়ে শতকের দিকে ছুটছিল দুই টাইগার ওপেনার।
কিন্তু দলীয় ১৬৮ রানের মাথায় ১০৪ বলে ৮০ রান করে সাজঘরে ফেরে সাদমান ইসলাম। সাদমানের বিদায়ে ভাঙে বাংলাদেশের ওপেনং জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭২ রান। ১৫২ বলে ৮৬ রানে খেলছে মাহমুদুল হাসান জয় এবং ১৫ বলে ৩ রানে ব্যাট করছে মমিনুল হক।
এর আগে সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন আর মাত্র ১৪ বল খেলতে পেরেছে সফরকারীরা। ৯২.২ ওভারে আর ১৬ রান যোগ করে অলআউট হয়েছে ২৮৬ রানে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
প্রধম দিনের শেষ মুহূর্তে ৬০ বলে ৩০ রান করে উইকেটে থিতু হওয়া জর্ডান নেইল তাইজুলের বলে পড়েন লেগ বিফোর উইকেটের ফাঁদে। দ্বিতীয় দিন দলের বোর্ডে ৮ রান যোগ হতেই নবম উইকেটের পতন হয় সফরকারীদের।
নেইলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়া ব্যারি ম্যাকার্থি ৩১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হলে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জোড়া উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন