ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করল একচেটিয়া আধিপত্য দেখিয়ে। প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে ৩–১ ব্যবধানে সিরিজ জিতে নিল ব্ল্যাক ক্যাপসরা।
ডানেডিনে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে রোস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ড ৩৬ রান করে দলের পক্ষে কিছুটা প্রতিরোধ গড়েন।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে জ্যাকব ডাফি ৪ উইকেট তুলে নেন মাত্র ২৩ রানে। তার সঙ্গে জিমি নিশাম নেন ২ উইকেট।
১৪১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। টিম রবিনসন ও ডেভন কনওয়ে ওপেনিংয়ে এনে দেন দারুণ সূচনা। অষ্টম ওভারে ৬৯ রানে ভাঙে জুটি; ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে আউট হন রবিনসন।
অপরপ্রান্তে অবিচল ছিলেন কনওয়ে। ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষ দিকে রাচীন রবীন্দ্র (২১) ও মার্ক চ্যাপম্যান (২১*) দ্রুত রান তুলে ১৫.৪ ওভারে জয় নিশ্চিত করেন ব্ল্যাক ক্যাপসরা।
শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়া জ্যাকব ডাফি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার, আর সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে হয়েছেন সিরিজসেরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন