ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মিয়ামির জার্সিতে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে তাদেও আলেন্দের গোলে দুর্দান্ত এক পাস দেন তিনি। ওই অ্যাসিস্টের মাধ্যমে মেসি স্পর্শ করেন ফুটবল ইতিহাসে বিরল এক মাইলফলক—তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।
মেসির এই রেকর্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। প্রথমে অনেকেই মনে করেছিলেন, তিনি এখনো হাঙ্গেরির কিংবদন্তি ফারেঙ্ক পুসকাসের পেছনে রয়েছেন। কারণ বিভিন্ন অনানুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা যাচ্ছিল—পুসকাসের অ্যাসিস্ট সংখ্যা প্রায় ৪০৪টি।
তবে পরিসংখ্যানবিদ সিলভিও মাভেরিনো ও ফুটবল ইতিহাসবিদ ডেভিড সানচেজের বিশ্লেষণে বিষয়টি স্পষ্ট হয়—পুসকাস আসলে মোট ৩৬০টি অ্যাসিস্ট করেছিলেন। ফলে সর্বাধিক অ্যাসিস্টের তালিকায় শীর্ষে উঠে আসেন লিওনেল মেসি।
মেসির দীর্ঘ ক্যারিয়ারের এই ৪০০ অ্যাসিস্ট এসেছে মোট ১ হাজার ১৩৩টি ম্যাচে। এর মধ্যে বার্সেলোনার হয়ে ২৬৯টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬০টি, ইন্টার মিয়ামির হয়ে ৩৭টি, এবং প্যারিস সেন্ট জার্মেইনের জার্সিতে ৩৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে, যিনি ক্যারিয়ারে করেছেন ৩৭০টি অ্যাসিস্ট। তৃতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির সেই পুসকাস।
তাদের পরেই আছেন আরও কয়েকজন বিশ্বখ্যাত তারকা—জোহান ক্রুইফ, আলেক্স ডি সুজা, দুসান টাদিচ ও কেভিন ডে ব্রুইনে।
অন্যদিকে, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন অনেকটা পিছিয়ে। তিনি এখন পর্যন্ত ১ হাজার ২৯৬টি ম্যাচে ২৫৯টি অ্যাসিস্ট করেছেন—গড়ে প্রতি পাঁচ ম্যাচে একটি করে। ফলে সর্বাধিক অ্যাসিস্টের তালিকায় তার অবস্থান ১৪ নম্বরে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন