লিভারপুলের সমর্থকদের জন্য স্বস্তির খবর—তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন। মিশরের হয়ে ১৪ ডিসেম্বর নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ম্যাচ থাকলেও, সে কারণে লিভারপুল ছাড়তে হচ্ছে না সালাহকে।
আগে গুঞ্জন ছিল, ১৫ ডিসেম্বর ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে অনুষ্ঠিতব্য প্রিমিয়ার লিগ ম্যাচের আগেই সালাহ মিশর দলে যোগ দিতে লিভারপুল ছেড়ে যেতে পারেন। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা কাটছে।
লিভারপুল কোচ আরনে স্লট নিশ্চিত করেছেন, ব্রাইটন ম্যাচে পুরো আন্তর্জাতিক খেলোয়াড়দের স্কোয়াডই তার হাতে থাকবে।
এ বিষয়ে স্লট বলেন, খেলোয়াড়, ক্লাব এবং জাতীয় দল—এই তিন পক্ষের সমন্বয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ফিফার নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বরের আগে কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এই সিদ্ধান্তটি মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেই নেওয়া হয়েছে।
এদিকে চলতি মৌসুমে আরনে স্লটের অধীনে সালাহকে নিয়ে কিছুটা আলোচনা চলছেই। তার পারফরম্যান্স আগের মতো ঝলমলে না হওয়ায় সমালোচনাও শুনতে হচ্ছে তাকে।
এখন পর্যন্ত ১৭ ম্যাচে পাঁচ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। এমনকি সর্বশেষ ওয়েস্ট হামের বিপক্ষে লিভারপুলের জয়ের ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হয়নি।
সালাহ বেঞ্চে বসে অসন্তুষ্ট ছিলেন কি না—এমন প্রশ্নে স্লট বলেন, এমন অনুভূতি হওয়া স্বাভাবিক। তবে তিনি জোর দিয়ে বলেন, সালাহ একজন পূর্ণ পেশাদার খেলোয়াড়ের মতোই আচরণ করেছেন। সতীর্থদের সমর্থন করেছেন এবং পরিস্থিতি খুব সুন্দরভাবে সামলেছেন।
কোচের ভাষায়, প্রতিটি ম্যাচে একই রকম পারফরম্যান্স দেওয়া সম্ভব নয়। আবেগের তোড়ে কেউ খেলতে পারে না। সালাহ অত্যন্ত নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ একজন পেশাদার ফুটবলার, সে সবসময়ই তাই ছিল এবং থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন