ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আরও একটি শিরোপা যুক্ত হলো তার ট্রফি ক্যাবিনেটে। মেসির নেতৃত্বেই ইতিহাস গড়েছে ইন্টার মিয়ামি—ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো জিতেছে এমএলএস কাপ।
শনিবার (৬ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলের ব্যবধানে হারায় ইন্টার মিয়ামি। মেসি নিজে গোল না পেলেও দুটি গোলের অ্যাসিস্ট করে জয়ের নায়ক ছিলেন।
ম্যাচের শুরুতেই ভ্যাঙ্কুবারের এদিয়ের ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে আলী আহমেদের গোলে সমতা ফেরায় ভ্যাঙ্কুবার। তবে এরপর রদ্রিগো ডি পল ও তাদেও আলেন্দের গোলেই শিরোপা নিশ্চিত করে মিয়ামি। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি।
ক্লাবের ষষ্ঠ মৌসুমে এসে প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পেল ইন্টার মিয়ামি। এ শিরোপা জয়ের ফলে প্রাইজমানি হিসেবে তারা পেয়েছে তিন লাখ মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় (ডলারপ্রতি ১২২.৩৫ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। হারলেও ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস পেয়েছে দেড় লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা।
দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখায় এমএলএস কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।
পুরো প্লে-অফে তিনি করেছেন ৬ গোল এবং ৯টি অ্যাসিস্ট। এর আগে লিগের প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছিলেন গোল্ডেন বুটও।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন