বিশ্বফুটবলে সময়ের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। ম্যারাদোনা, রিকেলমি, মেসি কিংবা হালের আলভারেজ-গ্রানাচো সবাই স্ব-নৈপুন্যে মাতিয়ে রেখেছেন ফুটবল মাঠ। সবশেষ বিশ্বকাপ ফুটবলেও জিতেছিলো মেসিরা।
ফুটবলে আলবিসেলেস্তেদের আধিপত্য থাকলেও তারা যে ক্রিকেট খেলে সে বিষয়টি জানে না অনেকে। দেশটিতে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটও আয়োজিত হয় নিয়মিত।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় রাজধানী বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে তারা।
এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এর আগে দুই ম্যাচে এক জয়ের বিপরীতে এক হার আর্জেন্টিনার। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। 
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন