গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই অবসর ভেঙে আবার মাঠে ফিরতে পারেন তিনি! তবে এর জন্য একটি শর্ত দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আজ শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে কোহলি জানান, ২০২৮ সালের অলিম্পিকে ভারত যদি ফাইনালে উঠে তাহলে তিনি সেই একটি ম্যাচের জন্য হলেও অবসর ভেঙে মাঠে ফিরবেন তিনি।
এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভাল হবে।’উল্লেখ্য, ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। তা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এদিকে টি-২০ থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে এখনও নিয়মিত খেলছেন কোহলি। গুঞ্জন আছে খুব শিগগিরই এই দুই ফরম্যাট থেকেও অবসর নিবেন এই ক্রিকেটার। এবিষয়ে বলতে গিয়ে কোহলি বলেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনও কীর্তি স্থাপনের জন্য খেলি না।’
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন