বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম

নির্দিষ্ট ‘হোমগ্রাউন্ড’ পেলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম

নির্দিষ্ট ‘হোমগ্রাউন্ড’ পেলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না। তাই তাদের হোম ম্যাচগুলোর খেলতে হয় ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার নির্দিষ্ট হোম গ্রাউন্ড পাচ্ছে আফগানরা। আগামী ৫ বছর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেব ব্যবহার করতে পারবে তারা।

জানা যায়, এরই মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ২০২৯ সাল পর্যন্ত আফগানিস্তান নিজেদের হোম ম্যাচগুলো আবুধাবিতেই খেলবে।

এছাড়াও জাতীয় দলের ক্যাম্প কিংবা আফগানিস্তান ‘এ’ দল ও বয়সভিত্তিক দরের ম্যাচগুলোও এ স্টেডিয়ামে তারা আয়োজন করতে পারবে।

আফগানিস্তানের এডিসিএসএইচ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।’

এডিসিএসএইচ এর প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘আমাদের (ভেন্যু) সুবিধাগুলো ইতোমধ্যেই বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে এবং এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক ক্রীড়া ও ক্রিকেট প্রতিভা লালনের প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আমরা গত কয়েক বছর আফগানিস্তান দলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত।’

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আবুধাবির প্রিমিয়াম সব সুবিধা ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশেষভাবে বয়সভিত্তিক পর্যায়ে একটি বড় অর্জন। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে নির্ধারণ করতে পারা এবং বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরবি/আরডি

Link copied!