চলতি বছর আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহুল প্রত্যাশিত সিরিজের সময়সূচি ঘোষণা করে।
সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ভারতীয় দল ঢাকায় পা রাখবে আগামী ১৩ আগস্ট। এরপর ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ২০ আগস্ট। এরপর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দুই দিন পর ২৬ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের একই ভেন্যুতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর মিরপুরে ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরি সুজন এই সিরিজ নিয়ে বলেন, ‘বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আমরা আশা করছি এই সিরিজটি বেশ জাকজমকপূর্ণ হবে এবং ক্রিকেটপ্রেমীরা দারুণ উপভোগ করবেন।’
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে (১৭ আগস্ট, স্থান: মিরপুর)
২য় ওয়ানডে (২০ আগস্ট, স্থান: মিরপুর)
৩য় ওয়ানডে (২৩ আগস্ট, স্থান: চট্টগ্রাম)
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি (২৬ আগস্ট, স্থান: চট্টগ্রাম)
২য় টি-টোয়েন্টি (২৯ আগস্ট, স্থান: মিরপুর)
৩য় টি-টোয়েন্টি (৩১ আগস্ট, স্থান: মিরপুর)

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন