শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:০০ পিএম

মামদানির জয়ে মোদি–ভক্তদের বিষোদ্গার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:০০ পিএম

নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি- সংগৃহীত

নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি- সংগৃহীত

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন। নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন নগরীর ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। এরই মধ্যে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে জয় পেয়ে তিনি এগিয়ে রয়েছেন নির্বাচনী দৌড়ে। তবে তার রাজনৈতিক অবস্থান ঘিরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক।

বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও প্রকাশ্য সমালোচনা মামদানিকে এনে দিয়েছে এক পক্ষের সমর্থন, অন্যদিকে ডেকে এনেছে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর রোষ।

গত ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে জয়লাভের পর থেকে মামদানির বিরুদ্ধে ভারতের কট্টর হিন্দুত্ববাদী মহল এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মোদি-সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে ‘জিহাদি’, ‘ইসলামপন্থি’, এমনকি ‘ভারতবিরোধী’ বলেও আখ্যায়িত করেছেন।

বিশ্লেষকদের মতে, শুধু মামদানি নয়, মার্কিন মুসলিম সম্প্রদায়কেও টার্গেট করা হচ্ছে এই সমালোচনায়।

ওয়াশিংটনভিত্তিক এর গবেষণা বলা হয়েছে, ‘মামদানিকে ঘিরে যে ধরনের বর্ণবাদী ও সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে, তা শুধু তাকে নয়, বৃহত্তর মুসলিম কমিউনিটিকেই হেনস্তার মুখে ফেলছে।’

এর আগে গত মে মাসে এক টাউন হল আলোচনায় মামদানিকে প্রশ্ন করা হয়- মোদি যুক্তরাষ্ট্রে সফরে এলে তিনি সাক্ষাৎ করবেন কি-না? জবাবে মামদানি বলেন, ‘না আমি মোদির সঙ্গে দেখা করব না। কারণ, তিনি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত।’

এ মন্তব্যের পর থেকেই বিজেপির নেতাকর্মী এবং মোদিপন্থি প্রবাসীরা সোচ্চার হয়ে ওঠেন।

২০২০ সালে মামদানি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন। এ ঘটনাও মোদিপন্থিদের ক্ষুব্ধ করেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

এছাড়া গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করায় ইসরায়েলপন্থি হিন্দু গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে আরও বেশি বিষোদ্গারে নামে। বিজেপির সমর্থকরা অভিযোগ করছেন, ‘মামদানি হিন্দুত্ববাদকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছেন।’

Shera Lather
Link copied!