শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা।
আজ শনিবার (৫ জুলাই) কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।
এদিন দলীয় ৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ৮ বলে ১ চারে ৫ রানে সাজঘরে ফিরেন পাথুম নিসাঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান। ৮ বলে ১৩ রানে খেলছেন কুশল মেন্ডিস ও ২০ বলে ১৬ রানে ব্যাট করছেন পাথুম নিসাঙ্কা।
এর আগে টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ৪৫.৫ বলে ২৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এদিন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান।
মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান, তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরেন।
বল হাতে লঙ্কানদের হয়ে এদিন ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং তিন উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং একটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা।
আপনার মতামত লিখুন :