রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:০২ এএম

সেমিফাইনালে চেলসি ও ফ্লুমিনেন্স

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:০২ এএম

সেমিফাইনালে চেলসি ও ফ্লুমিনেন্স

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফা-ইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে চেলসি ২-১ গোলে ব্রাজিলের ক্লাব পালমেই-রাসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। অপর কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ২-১ গোলে জিতে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফ্লুমিনেন্স। সেমিফাইনালে চেলসি-ফ্লুমিনেন্স পরস্পরের মুখোমুখি হবে।
ক্লাব বিশ্বকাপে দারুণ খেলছিল পালমেইরাস। অবশেষে চেলসির কাছে হেরে থামল দলটির বিশ্বকাপ যাত্রা। লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে টপকে গ্রুপ-সেরা, এরপর শেষ ষোলোয় স্বদেশি বোতাফোগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিলের এই ক্লাব। ধারণা করা হচ্ছিল, শেষ আটেও চেলসিকে চ্যালেঞ্জে ফেলতে পারে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের সফলতম দলটি। সেটি তারা করেছেও, কিন্তু জিততে পারেনি। গতকাল ফিলাডেলফিয়ায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ৮২ মিনিট পর্যন্ত সমতা ধরে রেখেছিল পালমেইরাস। তবে আত্মঘাতী গোলে কপাল পুড়েছে ক্লাবটির। এর আগে ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও পালমেইরাস। সেই ম্যাচেও চেলসি জিতেছিল ২-১ গোলে। গতকাল সেই একই ফলের পুনরাবৃত্তি হলো। পাশাপাশি এর মধ্য দিয়ে অফিসিয়াল ক্লাব প্রতিযোগিতায় মুখোমুখি লড়াইয়েও ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সঙ্গে সমতা ফেরাল ইংলিশ ক্লাবগুলো। দুই দেশের ক্লাবগুলোর মধ্যে হওয়া ১০ ম্যাচের ৫টিতে জিতেছে ব্রাজিল এবং অন্য ৫টিতে ইংল্যান্ড। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের এই ম্যাচে শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে। এ সময় জোতা ও আন্দ্রের নাম লেখা বিশেষ জার্সি নিয়ে মাঠে আসেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। এদিকে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠেছিল আল হিলাল। কিন্তু জয়ের সেই ধারা শেষ চারে যাওয়ার লড়াইয়ে আর ধরে রাখতে পারল না সৌদি আরবের ক্লাবটি। শুক্রবার দিবাগত রাতে ব্রাজিলিয়ান চমক ফ্লুমিনেন্সের কাছে হেরে শেষ আটেই থেমে গেছে আল হিলালের দৌড়। মাঠের লড়াইয়ে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলালের দাপটই ছিল বেশি। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ৪২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্স ১০ শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করার আসল কাজটিই ঠিকঠাক করতে পারেনি আল হিলাল। ম্যাচে দুই দলই অবশ্য শুরুতে সতর্কতার সঙ্গে শুরু করে। উভয় দলই চেষ্টা করছিল ফাঁকা জায়গা বের করে আক্রমণে যাওয়ার, যেখানে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলাল এগিয়ে থাকলেও গোল পায়নি তারা। ৪০ মিনিটে আল হিলালকে হতাশ করে প্রথম গোলটি আদায় করে নেয় ফ্লুমিনেন্সই। দারুণ এক আক্রমণে বক্সের ভেতর পেয়ে লক্ষ্য ভেদ করেন মাথেউস মার্তিনেল্লি। এই গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর মার্কোস লিওনার্দোর গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে আল হিলাল। কিন্তু ৭০ মিনিটে আবার লিড হারায় তারা। বদলি নামা হারকিউলিসের গোলে আবার এগিয়ে যায় ফ্লুমিনেন্স। এরপর ম্যাচের বাকি সময় আল হিলাল চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!