জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। একদিন আর তিন উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে।
হারের দায় স্বীকার করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাকিদের দোষ দিচ্ছি না। সকালে আমরা যখন ব্যাট করতে নামি, যদি আরেকটু সময় টিকে থেকে রান করতাম, তাহলে ২০০-২২০ রান হতো। কিন্তু এই রান হয়নি। এর দায় সম্পূর্ণ আমি নিচ্ছি, কারণ আমি খুবই বাজে একটা সময় আউট হয়েছি।’
ম্যাচ হারলেও আপসেট নন উল্লেখ করে শান্ত বলেন, ‘অতিরিক্ত আপসেট নয়, তবে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’
এ সময় সাংবাদিকরা ক্রিকেটারদের বেতন বৃদ্ধি বিষয়ে প্রশ্ন করলে কিছুটা রেগে যান নাজমুল হোসেন শান্ত।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘আপনাদের বেতন বাড়ানো হয়েছে। ম্যাচ ফি বেড়েছে। আর কী করলে আপনাদের পারফরম্যান্স ভালো হবে?’
জবাবে শান্ত বলেন, ‘বেতন বাড়ানোয় আপনারা বোধ হয় খুশি না। অনেক দিন পর বেতন বেড়েছে—এটা অবশ্যই ভালো খবর। বিসিবি অনেক আন্তরিক এই ক্ষেত্রে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন