ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে বিতর্ক লেগেই থাকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। চলতি মৌসুমের বেশ কয়েকটি ম্যাচকে ঘিরে এমন অভিযোগ আবারও সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার মতে, ভারতের এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’।
একই অভিযোগ তুলেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানী।
আইপিএলের ১৮তম আসরের গত ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হেরে যায় রাজস্থান রয়্যালস। এরপর গত ১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে জেতা ম্যাচ হারে রাজস্থান।
এরপরই মূলত বিহানী ‘ম্যাচ পাতানোর’ অভিযোগ সামনে আনেন। তবে এক চিঠিতে রাজস্থান বিষয়টি অস্বীকার করে কড়া জবাব দেয়।
ভারতীয় গণমাধ্যম টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরসিএ আইপিএলে সাধারণত যে পরিমাণ টিকিট পেয়ে থাকে, এবার তার চেয়ে কম পেয়েছে। ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাটির অসন্তোষের পেছনে এটা মূল কারণ হতে পারে বলে জানানো হয়।
এদিকে, পাকিস্তানের সাবেক পেসার তানভীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘বিসিসিআই গর্বভরে দাবি করে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। হ্যাঁ, এটা তা-ই, কিন্তু এটা ম্যাচ পাতানোর সবচেয়ে বড় মঞ্চও। বেশির ভাগ দলই বাজিকরদের হাতের মুঠোয়।’
তবে তানভীরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন তানভীরকে ভাঁড় উল্লেখ করে লেখেন, ‘বিসিসিআই কবে এমন দাবি করল, সেটা একবারের জন্য হলেও দেখান। আপনি একটা ভাঁড়, যে ৫টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে। এটাই আপনার জীবনের একমাত্র অর্জন।’
আরেকজনের মন্তব্য, ‘মাত্র ৫টি টেস্ট খেলা এই প্রতারক, যে কিনা নজর কাড়তে চায়, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার অনুরোধ করছি বিসিসিআইয়ের কাছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন