ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এ ম্যাচে অল রাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন সুনীল নারিন।
এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত ছিলেন নারিন। সেই সঙ্গে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
দিল্লির বিপক্ষে এ ম্যাচে চার ওভার বল করে ২৯ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন নারিন। এতে টি-টোয়েন্টি ফরম্যাটে নির্দিষ্ট একটি দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মোট ২০৮টি উইকেট শিকার করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। ফলে উল্লেখিত রেকর্ডটি তিনি নিজের করে নিয়েছেন।
রেকর্ডে আগেই এককভাবে শীর্ষে ছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে তিনিও নিয়েছেন ২০৮ উইকেট। তবে তিনি এটি অর্জন করতে সময় নিয়েছেন ২৩৩ ম্যাচ। যা নারিন অর্জন করেছেন মাত্র ১৯৫ ম্যাচেই।
এ তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক ইংলিশ ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে তাঁর সংগ্রহ ১৯৯ উইকেট।
এরপর আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিয়েছেন ১৯৫ উইকেট। পঞ্চম স্থানে রয়েছেন গ্লস্টারশায়ারের ডেভিড পেইন, যার উইকেট সংখ্যা ১৯৩।
২০১২ সালে আইপিএলে কলকাতার জার্সি গায়ে জড়ান সুনীল নারিন। তখন থেকেই কেকেআরের সঙ্গেই আছেন তিনি।
আইপিএলে ১৩ বছরের ক্যারিয়ারে কেকেআরের জার্সিতে ১৯৫ ম্যাচ খেলে ১৯০টি উইকেট নিয়েছেন নারিন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে নিয়েছেন আরও ১৮টি উইকেট।
আপনার মতামত লিখুন :