দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। দেখাতে পারছেন না ধারাবাহিক ছন্দ। এক ম্যাচে রান পাচ্ছেন তো অন্য ম্যাচে ক্রিজ ছাড়ছেন ব্যর্থ হয়ে। নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার চেষ্টায় বাবর, তবুও যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না ২২ গজে।
জাতীয় দলের জার্সিতে শেষ ১১ ইনিংসে কোনো হাফ-সেঞ্চুরি করতে পারেননি এই ব্যাটার। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একই চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাবর।
কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পিএসএলে পেশাওয়ার জালমির অধিনায়ক হিসেবেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি বাবর।
করাচি কিংসের বিপক্ষে ৪১ বলে ৪৬ এবং লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪২ বলে ৫৬ রানের দুটি ইনিংস ছাড়া তার ব্যাট শান্ত ছিল। সর্বশেষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচেও তিনি মাত্র ১২ রানে আউট হন।
এ অবস্থায় নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে বাবর আজম সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচক ও কোচরাই বলতে পারবেন যে তারা আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন।
আমার কাজ হলো পারফর্ম করা, সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট যেখানেই হোক না কেন। দলে জায়গা পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ যতদিন চাইবেন, ততদিন খেলা চালিয়ে যাব। আমাদের জানানো হয়েছিল যে টি-টোয়েন্টি থেকে আমাদের বিশ্রাম দেওয়া হয়েছে– এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়।’
অবশ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বাবর আজম টি-টোয়েন্টিতে পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেটার। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি।
এখন পর্যন্ত ১২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৯.২২ স্ট্রাইক রেট এবং ৩৯.৮৩ গড়ে ৪ হাজার ২২৩ রান করেছেন এই তারকা ব্যাটার। ফর্মহীনতার এই সময়ে তার ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে নানা আলোচনা।
আপনার মতামত লিখুন :