ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

তিন ফরম্যাটে প্রোটিয়াদের ভরসা ‘শুকরি কনরাড’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:৪২ পিএম
শুকরি কনরাড। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শুকরি কনরাড। এর আগে তিনি শুধু টেস্ট দলের কোচের দায়িত্বে ছিলেন।

এবার চুক্তি অনুযায়ী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটেই দল পরিচালনার দায়িত্বে থাকছেন এই প্রোটিয়া কোচ।

আগামী ২০২৭ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ঘরের মাঠের এই বৈশ্বিক আসরকে কেন্দ্র করেই কনরাডকে পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

তার অধীনে ইতোমধ্যে সাফল্যের দেখা পেয়েছে প্রোটিয়ারা। কনরাডের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা জায়গা করে নিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লর্ডসে জুন মাসে ফাইনালে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

এই গুরুত্বপূর্ণ ফাইনালের আগেই নতুন দায়িত্বে অভিষেক হলো কনরাডের। সিএসএর এক বিবৃতিতে তিনি বলেন, ‘টেস্ট দলের কোচিং করা আমার ক্রিকেট-জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। এখন সাদা বলের দায়িত্ব পাওয়া আরও দারুণ এক অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সত্যিই আশাবাদী। সিনিয়র থেকে শুরু করে জুনিয়রদের মধ্যেও প্রচুর প্রতিভা রয়েছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাদের নিয়ে আমরা বিশেষ কিছু করতে পারবো বলে বিশ্বাস করি।’