ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পিএসএলের নতুন সময়সূচি, বাংলাদেশ সিরিজের ওপর কি প্রভাব পড়বে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০১:৩৭ পিএম
পিএসএলের বাকি অংশ মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৭ মে থেকে। ছবি- সংগৃহীত

ভারত ও পাকিস্তানের জনজীবনে শান্তির হাওয়া বইতে শুরু করায় স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৭ মে থেকে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজেই এই ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী, আটটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।

মহসিন নাকভি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল ও শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর ম্যাচ, যা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’

পিএসএলের এই নতুন সূচির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে যাচ্ছে। পূর্বের ঘোষণা অনুযায়ী, এই সিরিজটি আগামী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল। তবে পিএসএলের ফাইনাল একই তারিখে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন আনা অনিবার্য।

পাকিস্তানের গণমাধ্যমগুলো আগেই পিএসএল পুনরায় শুরুর আভাস দিয়েছিল। তবে এই দফায় বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর অনেক বিদেশি খেলোয়াড় দুবাই থেকে নিজ দেশে ফিরে গেছেন। 

স্বল্প সময়ের মধ্যে তাদের ফেরত আনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ।