ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে সাকিব সেই সুযোগ নষ্ট করেছেন: আসিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:৫৪ পিএম
উপদেষ্টা আসিফ ও ক্রিকেটার সাকিব। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও সংবাদ শিরোনামে। তবে এবার তার আলোচনায় আসার কারণ ক্রীড়াক্ষেত্রে কোনো অর্জন নয়, বরং বহুল বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও তাকে শুভেচ্ছা জানানো নিয়ে। সাকিবের এই রাজনৈতিক বার্তাকে কেন্দ্র করে দেশের ক্রীড়া অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মনে করেন, সাকিবের এমন পদক্ষেপ ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক ও মুক্ত পরিবেশ তৈরির সম্ভাবনাকে নষ্ট করেছে।

আসিফ বলেন, ‘ভালো পরিবেশ তৈরির সম্ভাবনা ছিল। কিন্তু শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে সাকিব সেই সুযোগ নষ্ট করেছেন। জনগণের একটি বড় অংশের কাছেই তিনি এখন ধিকৃত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিব আল হাসানের আর জাতীয় দলে খেলা উচিত নয়।’

এই প্রসঙ্গে উঠে আসে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামও। বর্তমানে আত্মগোপনে থাকা মাশরাফি একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘মাশরাফির মতো খেলোয়াড় আমাদের আদর্শ ছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনীতিতে জড়ানোর কারণে কী অবস্থায় পড়েছেন, তা এখন সবাই দেখছে। এটা বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘কোনো চলমান (রানিং) খেলোয়াড়ের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলে কিছু ছিল না। সেখানে খেলোয়াড় ও নীতিনির্ধারকরা একইসাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন, এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না, শুধু বাংলাদেশেই সম্ভব হয়েছিল।’

সাকিব আল হাসান গত বছর ক্রীড়া উপদেষ্টাকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ‘জোর করে’ মনোনয়ন দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর কিছু বোর্ড কর্মকর্তা চেয়েছিলেন তাকে জাতীয় দলে ফেরানো হোক, যদি তিনি স্পষ্ট করে বলেন যে তিনি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন।

আসিফ বলেন, ‘সাকিব সে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি। বরং শেখ হাসিনাকে সরাসরি শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের অবস্থান আরও বিতর্কিত করে তুলেছেন।’

সাকিবের বিরুদ্ধে বর্তমানে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। ফলে তার দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনি যদি একজন ফৌজদারি মামলার আসামি হন, আমি তো বলতে পারি না আপনি আসেন, খেলেন বা চলে যান। এটা আমাদের দায়িত্ব বা এখতিয়ার—দুটোই নয়।’