কান্টোর সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে আজ জাপানের মুখোমুখি হয়েছে কুক দ্বীপপুঞ্জ। আগে ব্যাট করে কুক দ্বীপপুঞ্জের বিপক্ষে ৪২ রানে পেয়েছে জাপান।
এদিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুক দ্বীপপুঞ্জের অধিনায়ক মা’রা আভে।
আগে বাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করে জাপান। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.২ বলে মাত্র ৯৭ নানে অলআউট হয়ে যায় কুক দ্বীপপুঞ্জ। ফলে ৪২ রানের জয় পায় জাপান।
জাপানের হয়ে ব্যাট হাতে ৪৬ বলে ৬০ রান করেন কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করে জাপান ক্রিকেট দল।
কুক দ্বীপপুঞ্জ একাদশ: হেইডেন ডিকসন, থমাস পারিমা, আউ পারিমা, অধিনায়ক মা'রা অ্যাভে, কোরি ডিকসন, লিয়াম ডেনি, উইকেটরক্ষক জেমস পিকারিং, পিটা রাভারুয়া, অস্কার টেলর, পানি ভায়ালো এবং তিয়াকি উয়াতাই।
জাপান একাদশ: কেন্ডেল ফ্লেমিং (অধিনায়ক), কোজি হার্ডগ্রেভ আবে, বেঞ্জামিন ইটো ডেভিস, চার্লস হিঞ্জ, ডেক্লান সুজুকি, সাবোরিশ রবিচন্দ্রন, উইকেটরক্ষক ওয়াতারু মিয়াউচি, কিফার ইয়ামামোটো-লেক, মাকোতো তানিয়ামা, আব্দুল সামাদ এবং শোমা স্লেটারকে।
আপনার মতামত লিখুন :