দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ টি-টোয়েন্টি দল গতকাল বুধবার দুই ভাগে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে। রিশাদ হোসেনরা গেছেন সকালে, সন্ধ্যার বিমান ধরেছেন নাজমুল হোসেন শান্তরা। রাতে দলের সকল সদস্য হোটেলে মিলিত হয়েছেন।
স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে টি-টোয়েন্টি সিরিজটি মূলত আসন্ন পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এই সিরিজটি এখন আরও বেশি গুরুত্ব বহন করছে।
কারণ, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
অস্ত্রবিরতির পর পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। গত ১৩ মে বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সফরের বিষয়ে দিকনির্দেশনা চেয়ে চিঠি পাঠিয়েছে। গতকাল পর্যন্ত সরকার থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিসিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। সে কারণেই আমরা সরকারের ওপর এই সিদ্ধান্তের ভার দিয়েছি। কারণ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো।
ক্রিকেটীয় সম্পর্কও আগে থেকেই বন্ধুত্বপূর্ণ। তাই আমরা সরাসরি ‘না’ বলতে পারছি না। সরকার যদি সফরের অনুমতি দেয়, তাহলে ক্রিকেটারদের মতামতও জানতে চাওয়া হবে। এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার।’
পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আগামী ১৮ মের মধ্যেই নিতে হবে। কারণ, বাংলাদেশ দল ১৯ মে আরব আমিরাতের বিরুদ্ধে সিরিজ শেষ করবে। এরপর পাকিস্তানে যেতে হলে লিটন দাসদের দুবাই অথবা লাহোরে ক্যাম্প করতে হবে।
এমতাবস্থায় আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি এখন বাংলাদেশ দলের জন্য নিজেদের প্রস্তুত করার একমাত্র সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন