১০ দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রত্যাবর্তনের এই ম্যাচে একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির পর ক্রিকেটীয় উন্মাদনা ফিরে আসার আবেগ কাজ করবে, তেমনই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য আজ বাঁচা-মরার লড়াই।
প্রথম ম্যাচে ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা।
লিগে টিকে থাকার শেষ সুযোগের সন্ধিক্ষণে আজ শনিবার (১৭ মে) আবারও সেই বেঙ্গালুরুর মুখোমুখি শাহরুখ খানের নাইটরা।
পয়েন্ট টেবিলে আরসিবির অবস্থান বেশ শক্তিশালী। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, কলকাতা ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ধুঁকছে। আজকের ম্যাচে হারলেই প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে অজিঙ্ক রাহানেদের।
শুধু তাই নয়, বেঙ্গালুরুতে তাদের জন্য অপেক্ষা করছে জোড়া চ্যালেঞ্জ।
একদিকে যেমন আকাশে রয়েছে বৃষ্টির আশঙ্কা, তেমনই মাঠের প্রতিপক্ষ আবারও বিরাট কোহলি। ম্যাচের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায় এবং পয়েন্ট ভাগাভাগি হয়, তাহলে কলকাতার প্লে-অফে ওঠার পথ আরও কঠিন হয়ে পড়বে।
তবে এসব সমীকরণ ছাপিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এখন ফুটছে বিরাট আবেগে। টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক অবসরের পর এই প্রথমবার ব্যাট হাতে নামছেন বিরাট। তার সম্মানে গ্যালারিজুড়ে দেখা যেতে পারে ভারতীয় টেস্ট জার্সির সাদা রং।
সমর্থকরা গায়ে চাপাতে পারেন সাদা জার্সি, পিঠে লেখা ‘বিরাট ১৮’। এই আবেগ নিঃসন্দেহে কেকেআরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
আপনার মতামত লিখুন :