ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

দুবাই থেকে দিল্লি, আজ রাতেই গুজরাটের বিরুদ্ধে মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০১:১৯ পিএম
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

অনেক নাটকীয়তার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শর্ত মেনে গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই টাইগার পেসার। দুবাইয়ের সেই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচে ২ উইকেট শিকার করেন তিনি।

এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিতে ইতোমধ্যেই ভারতের বিমান ধরার কথা রয়েছে তার। আজ রাতেই দিল্লির ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দল।

আজকের ম্যাচে মুস্তাফিজ একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। গতকালকের ম্যাচের ধকল এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তি তার খেলার পথে বাধা হতে পারে। যদি শেষ পর্যন্ত মাঠে নামেনও, তাহলে চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেবেন তিনি।

এবারের আইপিএল নিলামের মাঝপথে দল পান মুস্তাফিজুর রহমান। গত ১৪ মে তাকে ৬ কোটি রুপিতে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। তবে দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

অবশেষে বিসিবি এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি প্রদান করে। এই ছাড়পত্র অনুযায়ী, ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়কালে দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে খেলার সম্ভাবনা এখনো বেশ উজ্জ্বল তাদের। বাকি তিনটি ম্যাচ জিততে পারলে অন্য কোনো হিসাব ছাড়াই শেষ চারে জায়গা করে নেবে দলটি। 

এই কারণে দিল্লির জন্য এই তিনটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবিও এই বিবেচনাতেই মুস্তাফিজকে এই তিন ম্যাচের জন্য আইপিএলে খেলার অনুমতি দিয়েছে। গ্রুপ পর্বে দিল্লির শেষ খেলা আগামী ২৪ মে।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এক সপ্তাহ আইপিএল স্থগিত থাকার পর পুনরায় শুরু হলেও, বিদেশি ক্রিকেটার সংকট দেখা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। 

অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক নিরাপত্তা উদ্বেগের কারণে টুর্নামেন্টের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলি হিসেবেই মূলত মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।