ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৯তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস। এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে আবার ওয়াধেরা ও শশাঙ্কের ঘুরে দাঁড়ায় প্রীতির দল।
এদিন দলীয় ১৯ রানের মাথায় প্রিয়াংশ আর্যকে হারায় কিংসরা, এর ৭ বল পর অজি মারকুটে ব্যাটার মিচেল ওয়েনের উইকেট হারায় প্রীতির দল, তার পরের বলে আবারও উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিংসরা।
৩.১ বল ৩৪ রান ৩ উইকেট এমন পরিস্থিতি থেকে দলকে টেনে নেন শ্রেয়াস ও নেহাল। ৩০ রান করে দলীয় ১০১ রানের মাথায় শ্রেয়াস সাজঘরে ফিরলে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ওয়াধেরা। ১৬ ওভারের শেষ বলে বড় শর্ট খেলতে গিয়ে ৩৭ বলে ৭০ রান করে আউট হন নেহাল।
নেহাল ওয়াধেরা ফিরলে দায়িত্ব কাঁধে তুলে নেন শশাঙ্ক, শেষ দিকে শশাঙ্ক ও ওমরজাইর ২৪ বলে ৬০ রানের বিধ্বংসী জুটিতে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাঞ্জাব কিংসের সংগ্রহ দাঁড়ায় ২১৯ রান।
রাজস্থান হয়ে এদিন বল হাতে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তুষার দেশপাণ্ডে। রিয়ান পরাগ ও কোয়েনা মাফাকা ১টি করে উইকেট তুলে নেন।
এ ম্যাচে পাঞ্জাব কিংস জয় পেলে প্লে অফের দাড়প্রান্তে চলে যাবে প্রীতির দল। অন্যদিকে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১২০ বলে ২২০ রান।
এদিকে ১১ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছেন পাঞ্জাব কিংস। অপরদিকে ১২ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।
আপনার মতামত লিখুন :