ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

কোয়ালিফায়ারে আজ সাকিবদের মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৪:৪১ পিএম
লাহোর কালান্দার্স। ছবি-সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাতে মাঠে নামছে সাকিব-মিরাজ ও রিশাদদের লাহোর কালান্দার্স। 

লাহোর কালান্দার্সের একাদশে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারের মধ্যে কে বা কারা সুযোগ পাবেন, তা নিয়ে কৌতূহল ছিল।

তবে গতকালকের বাঁচা মরার লড়াইয়ে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশে রাখলেও, পেসনির্ভর লাহোর তাকে সেভাবে ব্যবহার করেনি। 

এলিমিনেটর ম্যাচে সাকিব মাত্র ১ ওভার বল করে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। তার এই স্বল্প ওভারের বোলিংয়ের পরই লাহোর বড় জয় তুলে নিয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের এলিমিনেটরে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছিল করাচি কিংসের। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে সাকিবরা।

করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তোলে। জবাবে, লাহোর কালান্দার্স মাত্র ৬ উইকেট হারিয়ে এবং ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সাকিব ও নাঈমের স্পিন কৌশল

লাহোরের একাদশে চার পেসারের সঙ্গে স্পিন বিভাগে ছিলেন সাকিব ও মোহাম্মদ নাঈম। শাহিন আফ্রিদি ও হারিস রউফদের মতো পেসারদের দাপটে স্পিনাররা কতটা সুযোগ পাবেন, তা নিয়ে সংশয় ছিল।

তবে সাকিবকে মাত্র ১ ওভার বল করানোটা অনেকেই অপ্রত্যাশিত মনে করছেন। তিনি ৪ রান দিয়ে ১ উইকেট নিলেও, এরপর তাকে আর বল করাননি লাহোর অধিনায়ক। স্থানীয় স্পিনার নাঈম ৩ ওভার বল করে ১৫ রানে ১ উইকেট নিয়ে খারাপ করেননি।

এদিকে, করাচির অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুরু থেকেই মারমুখী ছিলেন এবং পাওয়ার প্লে'র ৬ ওভারেই করাচি ১ উইকেটে ৭০ রান তোলে। সপ্তম ওভারে সাকিবকে বোলিংয়ে আনলে তিনি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি একটি ব্রেকথ্রু এনে দেন। 

তবে শেষদিকে রউফ-শাহিনরা রান বিলিয়েছেন। করাচির পক্ষে ওয়ার্নার ৫২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন। লাহোরের পক্ষে রউফ সর্বোচ্চ ৩ উইকেট নেন।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লাহোরের ওপেনার নাঈম দ্রুত ফিরলেও, ফখর জামান ও আব্দুল্লাহ শফিক দলের হাল ধরেন। ফখর ২৮ বলে ৪৭ রান করে ফেরার পর আব্দুল্লাহ শফিক ৩৫ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 

এছাড়া শ্রীলঙ্কার কুশল পেরেরা ৩০ ও ভানুকা রাজাপাকসে ২৩ রান করে দলের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন।

অপারদিকে, এই ম্যাচের ২৪ ঘণ্টা না পেরোতেই আজ (শুক্রবার) পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামবে লাহোর কালান্দার্স। তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে পরাজিত শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড। 

ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দল মুখোমুখি হবে।