বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বনির্ধারিত বোর্ড মিটিং, যা আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা স্থগিত করেছেন সভাপতি ফারুক আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড মিটিং বাতিল করা হলেও, শোনা যাচ্ছে ফারুক আহমেদ শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন, যেখানে তার বিসিবিতে থাকা নিয়ে তৈরি হওয়া শঙ্কার বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে পারেন।
গতকাল রাত থেকেই বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদের পদত্যাগের জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এই গুঞ্জনের সূত্রপাত গতকাল (বুধবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠকের পর।
ওই বৈঠকে ফারুক আহমেদকে জানানো হয়েছে যে, সরকার বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে।
এরই মধ্যে খবর ছড়িয়েছে যে, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দায়িত্ব নিতে পারেন।
ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে তিনি বিসিবিতে আসতে রাজিও আছেন।
তবে, সেক্ষেত্রে আগে ফারুক আহমেদকে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে সরিয়ে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি কী কারণে পদত্যাগ করবেন, তা খুঁজে পাচ্ছেন না।
তিনি আরও জানিয়েছেন, তাকে পদত্যাগ করতেও বলা হয়নি। ফারুক বলেন, ‘আমার অফিশিয়াল বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে চিন্তা করছি। কালকে তো কথা হলো, আমি এখনো চিন্তা করছি, কিছু সময় প্রয়োজন।
আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ঠিক কী কারণে পদত্যাগ করব। আমাকে পদত্যাগের কথা বলা হয়নি।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন