ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ১২:৪১ এএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। টানা দুই হারে এরমধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের।

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলিরা ব্যর্থ ব্যাট হাতে।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪৪ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন আবরার আহমেদ।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা। রিশাদ হোসেন-হাসান মাহমুদদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে পাকিস্তানের ব্যাটাররা। নতুন বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে সফরকারীদের। প্রথম ওভারেই ক্যাচ মিস করে তারা।

তবে দ্বিতীয় ওভারে রান আউট থেকে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন সাইম আইয়ুব। তবে রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোঁচট খেয়ে পড়ে গেলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহান। হারিস করেন ২৫ বলে ৪১ রান। আর ফারহানের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭৪।

এ ছাড়া অপরাজিত ফিফটি পেয়েছেন হাসান নাওয়াজ। শেষদিকে ১২ বলে ১৯ রান করেছেন সালমান আলি আগা। সবমিলিয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।