ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাঙ্গালুরু।
মঙ্গলবার (৩ জুন) আইপিএলের চলতি আসরের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানের মাথায় উইকেট হারিয়ে বসে রজত পতিদারের দল। এদিন ফিল সল্ট আউট হওয়ার আগে ৯ বলে ১ ছয় ও ২ চারে ১৬ রান করে সাজঘরে ফিরেন ইংলিশ মারকুটে এই ব্যাটার।
 
প্রথম উইকেটের ধাক্কা সামলে ওঠার পরই বল হাতে হাজির যুজবেন্দ্র চাহাল। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন উইকেট। আউট হওয়ার আগে ২ চার ও ১ ছয়ে ১৮ বলে ২৪ রান সংগ্রহ করেন মায়াঙ্ক আগরওয়াল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ ৮.১ বলে ২ উইকেট হারিয়ে ৬৯ রান। ১৬ বলে ১৯ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। এবং ৬ বলে ৮ রান নিয়ে খেলছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার।
পাঞ্জাবের হয়ে এদিন প্রথম উইকেটটি তুলে নেন কিউই পেসার কাইল জেমিসন। তার প্রথম ওভারে মাত্র ৬ রান খরচে তুলে নেন মূল্যবান উইকেট। এবং দ্বিতীয় উইকেটটি তুলে নেন চাহাল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন