নাজমুল হোসেন শান্তর ডাবল সেঞ্চুরির সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টের দুই ইনিংসেই যথাক্রমে ১৪৮ ও ১২৫ রান করে তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার এক টেস্টে জোড়া সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েন।
অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে তিনি ১৬তম।
অভিজ্ঞ মুশফিকুর রহিমও তার প্রথম ইনিংসের ১৬৩ রানের সুবাদে ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন, শান্তর ঠিক উপরেই অবস্থান করছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান যোগ করেন মুশফিক।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন।
বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের উন্নতি
বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান ৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে রয়েছেন।
অন্যান্য দলের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে পরিবর্তন
ভারত-ইংল্যান্ডের হেডিংলি টেস্টের পারফরম্যান্সও র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। টেস্ট ইতিহাসের দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি (১৩৪ ও ১১৮) করা ঋষভ পন্ত এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন।
প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করে দলের জয়ে বড় অবদান রাখা বেন ডাকেট প্রথমবারের মতো সেরা দশে ঢুকে অষ্টম স্থানে উঠে এসেছেন।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অলি পোপ ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে এবং আরেক ইংলিশ ব্যাটসম্যান জেমি স্মিথ ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে।
ভারতের অধিনায়ক শুভমান গিল ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা লোকেশ রাহুল ১০ ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে রয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ১৮৭ রানের চমৎকার ইনিংস খেলা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ২১ ধাপ এগিয়ে এখন ৩১ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে আছেন ইংল্যান্ডের জো রুট।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ভারতের বিপক্ষে মোট ৪ উইকেট নেওয়া ব্রাইডন কার্স ৮ ধাপ এগিয়ে ৩২ নম্বরে। ৭ উইকেট নেওয়া জশ টং ১৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে।
লিডস টেস্টে মোট ৫ উইকেট নেওয়া ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা ২১ ধাপ এগিয়ে ৭২তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এই তালিকায় ৩ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন