ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

যে কারণে অনিশ্চিত ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০১:০৩ পিএম
ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ছবি- সংগৃহীত

আগামী ১৩ আগস্ট বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসার কথা থাকলেও, ভারত ক্রিকেট দলের (বিসিসিআই) বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

ভারতীয় কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ায় নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

রাজনৈতিক কারণে সফর স্থগিতের ইঙ্গিত

দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ‘রাজনৈতিক কারণে’ ভারত সরকার এই সফরে সায় দিচ্ছে না।

দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে যে ‘শীতল কূটনৈতিক সম্পর্ক’ বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে তাতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

পূর্বনির্ধারিত সূচি ও অনিশ্চয়তার কারণ

সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। ৩১ আগস্টের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১ সেপ্টেম্বর ভারতের ঢাকা ত্যাগ করার কথা।

তবে গত মাসেই ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত।

এর পেছনে ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি বিতর্কিত মন্তব্যকে কারণ হিসেবে তুলে ধরা হয়।

যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাবেক সামরিক কর্মকর্তার ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিসিবির অবস্থান ও বিসিসিআইর শঙ্কা

মে মাসেই ‘টাইমস অব ইন্ডিয়া’র আরেকটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সফরের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই।

এরপর গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পূর্বনির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে চান এবং এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও দাবি করেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আমিনুল ইসলাম জানান, ভারত যদি আগস্টে আসতে না পারে, তবে পরবর্তী ফাঁকা সূচিতে এই দুটি সিরিজ আয়োজন করা হবে। তবে তিনি বর্তমান অনিশ্চয়তার নির্দিষ্ট কোনো কারণ তখন জানাতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মূলত বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই। এ কারণেই তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে।

সামগ্রিকভাবে, ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজটি এখন রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতার জালে আটকা পড়েছে, যার ফলে এর ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত।