ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

শুরুতেই উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৩:২১ পিএম
সিরিজের শেষ ম্যাচের শুরুতেই উইকেট তুলে নিল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের শুরুতেই উইকেট তুলে নিল বাংলাদেশ। বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লঙ্কান ওপোনার নিশান মাদুশকা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে এই ম্যাচ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা।

দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শান্তর বলে ক্যাচ দিয়ে আউটি হন এই লঙ্কান ব্যাটার। আউট হওয়ার আগে ৬ বল মোকাবিলা করে ১ রান সংগ্রহ করেন মাদুশকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৬ রান। ৮ বলে ৩ চারে ১২ রান নিয়ে খেলছেন কুশল মেন্ডিস এবং ১৬ বলে ২ চারে ১২ রানে ব্যাট করছেন পাথুম নিশাঙ্কা।

বল হাতে বাংলাদেশের হয়ে ২ ওভারে ১৩ রান খরচে ১ উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। অপরদিকে ৩ ওভারে ১৩ রান খরচে এখনো কোনো উইকেটের দেখা পাননি তাসকিন আহমেদ।

বর্তমানে সিরিজ ১-১ সমতায় থাকায়, এই ম্যাচটি টাইগারদের জন্য প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক সুযোগ করে দিয়েছে।

এদিকে আজকের আগে ওয়ানডেতে এখন পর্যন্ত ৫৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি ম্যাচে আর শ্রীলঙ্কা ৪৪টি ম্যাচে জয়লাভ করেছে। বাকি দুটি ম্যাচে কোনো ফল আসেনি।