ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সিরিজ শেষে জাকের-হৃদয়ের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৬:৩০ পিএম
জাকের আলি এবং তাওহিদ হৃদয়। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও দলের কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে উইকেটকিপার-ব্যাটার জাকের আলি এবং তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং দিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন।

সিরিজের প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১ রান, দ্বিতীয় ম্যাচে ২৪ রান এবং শেষ ম্যাচে ২৭ রান করে জাকের আলি তার ধারাবাহিকতা দেখিয়েছেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন।

অপরদিকে, সিরিজের শুরুটা ভালো না হলেও শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাওহিদ হৃদয়। টানা দুটি অর্ধশতক (উভয় ম্যাচেই ৫১ রান) করে তিনি ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন।

একইভাবে, প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম ১৯ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে উঠে এসেছেন।

তবে এই সিরিজে ব্যাট হাতে কিছুটা নিষ্প্রভ ছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন দাস ৮ ধাপ পিছিয়ে ৭৮তম স্থানে এবং শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের কিছু খেলোয়াড় উন্নতি করেছেন। তানজিম হাসান সাকিব তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন।

পেসার তাসকিন আহমেদ ২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে অবস্থান করছেন। তবে মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬তম স্থানে নেমে এসেছেন।