ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাতে মাঠে নামছে সাকিবের দুবাই ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:০৪ পিএম
দুবাই ক্যাপিটালসের জার্সিতে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর আজ থেকে শুরু হচ্ছে। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য এবার বাড়তি আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চলতি আসরের প্রথম ম্যাচ।

প্রথম আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় এমনিতেই এই টুর্নামেন্ট নিয়ে দেশের দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। এবার সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। যা এই আগ্রহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোট পাওয়ায় সাকিব এই দলে খেলার সুযোগ পেয়েছেন।

আজ রাতেই জিএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই ক্যাপিটালস, তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।

যদি সাকিব একাদশে সুযোগ পান, তবে আজই এই টুর্নামেন্টে তার অভিষেক হবে।

সাকিব আল হাসান সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। জিএসএলে অংশ নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি দলের বিপক্ষেও সাকিবের দল দুবাই ক্যাপিটালস খেলবে।

পাঁচ দলের এই টুর্নামেন্ট ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

সাকিবকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

যদিও ফাইনালে একাদশে জায়গা পাননি, তার দল লাহোরই চ্যাম্পিয়ন হয়েছিল।

জিএসএলের দ্বিতীয় আসরে রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটালস, এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, হোবার্ট হারিকেন্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স অংশ নিচ্ছে।