মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:১৬ পিএম

গোলাপি বলে ‘বিধ্বংসী স্টার্ক’ ১৫ বলে ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:১৬ পিএম

অজি  তারকা পেসার মিচেল স্টার্ক । ছবি- সংগৃহীত

অজি তারকা পেসার মিচেল স্টার্ক । ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের পাতায় আরেকটি অবিশ্বাস্য অধ্যায় যুক্ত করল অস্ট্রেলিয়া। কিংস্টনে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৭ রানে গুঁড়িয়ে দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজকে। 

সিরিজ জিতে নিল ৩-০ ব্যবধানে এবং সেইসঙ্গে নিজেদের ঝুলিতে যুক্ত করল ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির এক তরতাজা অধ্যায়।

স্টার্কের প্রথম ওভারেই তিন উইকেটের রেকর্ড

তৃতীয় দিনের খেলার শুরুতেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক তুলে নেন টানা তিন উইকেট। প্রথম ওভারের প্রথম বলে জন ক্যাম্পবেল, পঞ্চম বলে কেভলন অ্যান্ডারসন এবং ষষ্ঠ বলে ব্র্যান্ডন কিং। 

এর মাধ্যমে টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসের প্রথম ওভারে তিনটি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের ইরফান পাঠান করেছিলেন একই কাজ।

স্টার্কের ৪০০ উইকেটের মাইলফলক

প্রথম ওভারের ধাক্কার পর ছয় বলের মাথায় ৪০০তম উইকেট পূর্ণ করেন স্টার্ক। মিকাইল লুইসকে এলবিডব্লিউ করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 

এই কীর্তিতে স্টার্ক অস্ট্রেলিয়ার ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন, অন্য তিনজন হলেন- শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ন্যাথান লায়ন।

মাত্র ১৫ বলে পাঁচ উইকেট

স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সবচেয়ে বড় চমক ছিল পাঁচটি উইকেট নিতে তার সময় লেগেছে মাত্র ১৫টি বল! এটি টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯ বলে পাঁচ উইকেট, যা যৌথভাবে দখলে ছিল আর্নি তোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও স্কট বোল্যান্ডের (২০২১/২২)।

গোলাপি বল মানেই স্টার্কের রাজত্ব

গোলাপি বলে টেস্টে স্টার্কের আধিপত্য নতুন নয়। এই ম্যাচে ৯ রানে ৬ উইকেট তার ক্যারিয়ারের সেরা বোলিং। 

এখন পর্যন্ত ১৩টি ডে-নাইট টেস্টে স্টার্কের উইকেট সংখ্যা দাঁড়াল ৮১। এই ফরম্যাটে দ্বিতীয় অবস্থানে থাকা ন্যাথান লায়নের চেয়ে ৩০টি বেশি।

ওয়েস্ট ইন্ডিজের ৭টি ‘ডাক’ এবং ২৭ রান

এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটারই কোনো রান না করে আউট হন। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ‘ডাক’। 

মাত্র চার ব্যাটারের রানেই গঠিত হয় দলীয় ২৭ রানের সংগ্রহ, যা টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানের মধ্যে একটি। 

এর আগে ইংল্যান্ডও চলতি মাসেই ৬টি ডাক করেছিল ভারতের বিপক্ষে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!