জাতীয় মান প্রণয়নকারী ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রাশিয়ার মান সংস্থা ফেডারেল এজেন্সি ইন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির (জিওএসটি আর) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। এর আগে সোমবার (১৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই-এর প্রধান কার্যালয়ে এ সমঝোতা সই হয়। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ সই করে পাঠিয়েছেন।
এছাড়া ঢাকায় অবস্থিত রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস এবং এবং বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন