মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে জাকেরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
এদিন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। দলীয় ৫ রানের মাথায় ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ।
আউট হওয়ার আগে ৭ বল মোকাবেলা করে মাত্র ৩ রান সংগ্রহ করেন নাঈম। নাইম ফেরার পর লিটনকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন।
কিন্তু তা আর পারলেন না লিটন ও ইমন। দলীয় ২৫ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়ে ফেলে টাইগররা। তার ৬ বল পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দলীয় ২৮ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন ইমন। আউট হওয়ার আগে ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান সংগ্রহ করেন ইমন।
পরপর উইকেট যখন বাংলাদেশ ধুকছে তখনি ব্যাট হাতে দলের হাল ধরেন মেহেদী ও জাকের আলী। দুজনের ৫৩ রানের জুটিতে শুরুর বিপর্য় কাটায় বাংলাদেশ।
দলীয় ৮১ রানের মাথায় শেখ মেহেদী আউট হলেও একপাশ আগলে রেখে দলকে মাঝারি সংগ্রহ এনে দেন জাকের আলী।
নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় টাইগাররা।
এদিন ব্যাট হাতে বাংলাদেশর হয়ে জাকের আলী করেন ৪৮ বলে ৫৫ রান, শেখ মেহেদী ২৫ বলে ৩৩ রান, পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৩ রান, রিশাদ হোসেন ৪ বলে ৮ রান সংগ্রহ করেন।
বল হাতে পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়েল। এবং মোহাম্মদ নওয়াজ নেন ১ উইকেট।
এ ম্যাচে পাকিস্তানকে জিততে হলে করত হবে ১২০ বলে ১৩৪ রান। অপরদিকে বাংলাদেশকে জিতলে ১৩৩ রানের নিচে আটকে রাখতে হবে পাকিস্তানকে।
আপনার মতামত লিখুন :