মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শরীফুল ও তানজিম হাসান সাকিবের জোড়া আঘাতে ধুঁকছে পাকিস্তান।
আজ মঙ্গলবার (২২ জুলাই) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে টাইগাররা।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে প্রধম ধাক্কা খায় পাকিস্তান। তার ২ বল পর আবারও ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৯ রানের মাথায় শরিফুলের বলে ক্যাচ আউট হয়ে সাজঝরে ফেরেন মোহাম্মদ হারিস।
হারিসের পর দলীয় ১৪ রানের মাথায় আবারও উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তার ৬ বল পর টানা ২ বলে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে ২টি উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব অন্য উইকেটটি রান আউটের শিকার হয়।
আজকের খেলায় দুই দলের একাদশ
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।
আপনার মতামত লিখুন :