শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:৪৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেদা কৃষ্ণমূর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:৪৬ পিএম

বেদা কৃষ্ণমূর্তি। ছবি- সংগৃহীত

বেদা কৃষ্ণমূর্তি। ছবি- সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র মাস দুয়েক বাকি, তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ নারী ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি।

শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩২ বছর বয়সী এই ব্যাটার তার সিদ্ধান্তের কথা জানান।

বেদার পোস্টে উঠে আসে তার ক্রিকেট যাত্রার প্রতি কৃতজ্ঞতা। তিনি লেখেন, বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা। যে শিক্ষা ও মানুষজনকে পেয়েছি এবং যে সব স্মৃতি রয়েছে তার জন্য ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন বেদা। তিনি লিখেন, খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় ভারতের পাশে, দলের পাশে আছি।

সামাজিক মাধ্যমে নিজের ছবির সঙ্গে আরও কিছু ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন বেদা। তিনি লিখেছেন, ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবতে পারিনি বড় স্টেডিয়ামে খেলব।

ক্রিকেট শুধু একটা জীবন নয়, আরও অনেক কিছু দিয়েছে। আমাকে পরিচিতি দিয়েছে, লড়াই শিখিয়েছে। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য তিনি তার পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন।

বেদা কৃষ্ণমূর্তি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৪৮টি একদিনের ম্যাচ এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ওয়ানডে ক্রিকেটে তিনি ৮২৯ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭৫ রান করেছেন।

২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় বেদার। সেই অভিষেক ম্যাচেই তিনি ৫১ রানের ঝলমলে ইনিংস খেলেন।

২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৭০ রানের লড়াকু ইনিংস ভারতকে ফাইনালে উঠতে সাহায্য করেছিল।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত তিনি নিয়মিত ভারতীয় দলের সদস্য ছিলেন এবং সেই ফাইনাল ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!