ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে টানা হেরে চলেছে শেই হোপের ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার ভোরে সেন্ট কিটসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে তারা।
এই হারে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে ক্যারিবিয়ানরা এখন হোয়াইটওয়াশের শঙ্কায়। এর পাশাপাশি, তারা এমন এক বিরল এবং বিব্রতকর রেকর্ডও গড়েছে যা বিশ্বের আর কোনো দলের নেই!
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের বড় লক্ষ্য অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই তাড়া করে ফেলে। এ নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তমবারের মতো ২০০ বা তার বেশি রান করেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ।
এর আগের ম্যাচেও তারা ২১৪ রান করেও ২৩ বল বাকি থাকতে হেরেছিল টিম ডেভিডের বিস্ফোরক সেঞ্চুরিতে। সিরিজ নিশ্চিত হওয়ায় ডেভিটকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া।
আশ্চর্যজনকভাবে, চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়লেও কোনো ব্যাটসম্যানই ফিফটি করতে পারেননি। এমনকি চল্লিশের ঘরেও কেউ পৌঁছাতে পারেননি।
কেবল শেরফান রাদারফোর্ড ৩১ রান করে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন। এছাড়া রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড উভয়েই ২৮ রান করেন।
অধিনায়ক শেই হোপ (৯ বলে ১০ রান) ছাড়া প্রায় সব ক্যারিবিয়ান ব্যাটসম্যানই দেড়শর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অ্যাডাম জাম্পা ৫৪ রানে ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শকে (০) হারায়। তবে আরেক ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন।
তিনে নামা জস ইংলিশের (৩০ বলে ৫১ রান) সঙ্গে তার ৩৫ বলে ৬৬ রানের বিধ্বংসী জুটি হয়। তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনের সাথেও ২৪ বলে ৬৩ রানের বিস্ফোরক জুটি গড়েন ম্যাক্সওয়েল।
শেষদিকে গ্রিন ও অ্যারন হার্ডি মিলে আরেকটি অর্ধশত রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। গ্রিন ৩৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন।
আগামী ২৯ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে এই দুই দল আবারও মুখোমুখি হবে।