জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
সোমবার (২৮ জুলাই) হারারেতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে জুনিয়র টাইগাররা। জবাবে ৪২.২ ওভারে ১৮৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে।
২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ৩৩ রানের মাথায় বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন আল ফাহাদ। এরপর ৯৮ রানের মাথায় নাথানিয়েল ৫৩ রান করে সজাঘরে ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটে কিয়ান ব্লিগনটের সঙ্গে ৬৫ রানের জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ১৪ রানে ৩ উইকেট পেয়েছেন সামিউন বশির রাতুল। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই রোডেশিয়ান বোলারদের ওপর আক্রমণ করে বাংলাদেশ। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলো না স্বাগতিক বোলাররা।
উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।
তিনে নেমে ভালোই শুরু করেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে।
শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন আবদুল্লাহ।