টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সেন্ট কিটসে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ১৮ বল হাতে রেখে ৩ উইকেটে ছুঁয়ে ফেলেছে।
যা টি-টোয়েন্টির হিসাবে রীতিমতো হেসেখেলে জয়। এর আগে সফরকারী অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল।
এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হারিয়েছে। কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য।
যৌথভাবে এই তালিকায় তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এক সফরে কোনো ম্যাচ না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের দখলে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের ৯-০ ব্যবধানে হারিয়েছিল।
একই মাঠে আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২১৪ ও ২০৫ রান তুলেও জয় নিশ্চিত করতে পারেনি। আজ শেষ ম্যাচে তারা মাত্র ১৭০ রান তুলতে সক্ষম হয়।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন।
এছাড়া, শেরফান রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করেন। কিন্তু শেষদিকের কোনো ব্যাটসম্যানই বড় শট খেলতে পারেননি। ইনিংসের শেষ তিন ওভারে মাত্র ১৫ রান ওঠে, যা দলের সংগ্রহকে সীমিত করে দেয়। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ৩টি উইকেট নেন, ৪১ রানে।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অবশ্য শুরুতে ২৫ রানেই ৩ উইকেট হারায়। তবে উইকেট হারানোর কারণে তাদের রানের গতি থামেনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টিম ডেভিড যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার রান ৪.৪ ওভারে ৬০। ডেভিড মাত্র ১২ বলে ৩০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন।
ডেভিড বিদায় নেওয়ার পর ঝড় তোলেন মিচেল ওয়েন। তিনি ১৭ বলে ৩৭ রান করে দলের জয়কে আরও সহজ করে দেন। এরপর অ্যারন হার্ডির ২৫ বলে ২৮ রানের ধীরগতির, কিন্তু কার্যকরী ইনিংসের সুবাদে সহজেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন বেন ডোয়ারসুইস এবং সিরিজসেরা হয়েছেন ক্যামেরন গ্রিন। পুরো সিরিজে ৫ ম্যাচে ৩টি ফিফটিসহ ২০৫ রান করে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৭০ (শিমরন হেটমায়ার ৫২, শেরফান রাদারফোর্ড ৩৫, বেন ডোয়ারসুইস ৩/৪১, নাথান এলিস ২/৩২)
অস্ট্রেলিয়া: ১৮ ওভারে ১৭৩/৭ (মিচেল ওয়েন ৩৭, টিম ডেভিড ৩০; আকিল হোসেন ৩/১৭, আলজারি জোসেফ ২/২১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: বেন ডোয়ারসুইস
সিরিজ সেরা: ক্যামেরন গ্রিন।