ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের আগে ফিটনেস টেস্টে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৭:২৯ পিএম
হার্দিক পান্ডিয়া। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে হাজির হয়েছেন, যেখানে তিনি একাধিক ফিটনেস টেস্টে অংশ নেবেন।

চোটের কোনো সমস্যা না থাকলেও দীর্ঘদিন ম্যাচ খেলেননি মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা, তাই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে তার পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতা যাচাই করা হচ্ছে।

আট দলের মর্যাদাপূর্ণ এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ভারতের দল ঘোষণা হওয়ার কথা আগস্টের তৃতীয় সপ্তাহে। সম্ভাব্য স্কোয়াডে অনেক জায়গা এখনো খালি থাকলেও হার্দিককে নিশ্চিত সদস্য হিসেবেই ধরা হচ্ছে।

৩১ বছর বয়সি এই অলরাউন্ডার ১১ ও ১২ আগস্ট ফিটনেস টেস্ট দেবেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হার্দিকের মতোই চোটমুক্ত হয়েও ফিটনেস প্রমাণের প্রয়োজন পড়েছে শ্রেয়াস আইয়ারের, যিনি জুলাইয়ের ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে একই ধরনের টেস্টে অংশ নিয়েছিলেন। বর্তমানে এনসিএতে রয়েছেন সুর্যকুমার যাদবও।

ক্রীড়া হার্নিয়া অস্ত্রোপচারের পর তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং ইতিমধ্যে নেটে ব্যাটিং শুরু করেছেন। অন্তত এক সপ্তাহ এনসিএতে থাকার সম্ভাবনা রয়েছে তার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রেয়াস আইয়ার ফিরছেন ভারতের টি-টোয়েন্টি দলে, পাশাপাশি শুভমান গিলও ফিরবেন এবং তিনি আসন্ন টুর্নামেন্টে দলের ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পাবেন।

হার্দিকের ফিটনেস নিয়ে বোর্ড নিশ্চিত হতে চাইলেও তার দলে থাকা প্রায় নিশ্চিত।

উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে সঞ্জু স্যামসনের জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ জিতেশ শর্মা ও ধ্রুব জুরেলের কাছ থেকে কড়া প্রতিযোগিতা পাচ্ছেন তিনি।

স্পিন বিভাগে ভরসা রাখা হচ্ছে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইর ওপর। তবে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়।