ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ১৬ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।  জন্মদিন, রেকর্ড আর ঐতিহাসিক সাফল্যের ভিড়ে দিনটি ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

শিবনারায়ণ চন্দরপলের জন্ম (১৯৭৪)

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক অনন্য নাম শিবনারায়ণ চন্দরপলের জন্ম আজকের দিনে। ১৯৯৩-৯৪ মৌসুমে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই তিনি কেবল রান করার ধৈর্য নয়, এক অনন্য চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন।

১৯৭২-৭৩ সালে এলকুইমিডো উইলেটের পর তিনি প্রথম ওয়েস্ট ইন্ডিজ কিশোর ক্রিকেটার হিসেবে টেস্ট খেলেন।

চন্দরপল শুরুতে ধীরগতিতে এগোলেও ২০০৬ সালে ভারতের বিপক্ষে সিরিজ থেকে তার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়। ২০০৫ সালে অধিনায়ক হয়ে গায়ানায় ডাবল সেঞ্চুরি করেন, তবে পরের বছর অধিনায়কত্ব ছেড়ে দেন শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য।

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০তম টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ২০১২ সালে তার গড় ছিল অবিশ্বাস্য ৯৮ এর উপরে।

তবে ২০১৫ সালে মাত্র একটি ফিফটির পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়, এবং পরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

জেফ থমসনের জন্ম (১৯৫০)

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার জেফ থমসন জন্ম নেন আজকের দিনে। তার ডাকনাম ছিল ‘থমো’। স্লিং শট অ্যাকশনে গতি ও বাউন্স দিয়ে ১৯৭৪-৭৫ সালের অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেন তিনি।

ডেনিস লিলির সঙ্গে গড়ে তোলেন ইতিহাসের অন্যতম ভয়ংকর জুটি। যদিও ইনজুরির কারণে ক্যারিয়ার সীমিত হয়, তবুও ২০০ টেস্ট উইকেট শিকার করেন—যার অর্ধেকই ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয় (১৯৫০)

আজকের এই দিনে ১৯৫০ সালে দ্য ওভালে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো ইংল্যান্ডে সিরিজ জিতেছিল। আলফ ভ্যালেন্টাইনের স্পিনে ১০৩ রানে ইংল্যান্ড গুটিয়ে যায়।

সেই সিরিজে জন্ম নেয় বিখ্যাত ক্যালিপসো গান ‘those two little pals of mine’। যা সনিল রামাধিন ও ভ্যালেন্টাইনের সাফল্যের স্বীকৃতি।

চার্লস কভেন্ট্রির ১৯৪* (২০০৯)

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি খেলেন অনবদ্য এক ইনিংস—১৯৪ রানে অপরাজিত। সেই সময়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডে (সাঈদ আনোয়ারের ১৯৪) তিনি ভাগ বসান।

তবে সেদিন ম্যাচটি হেরে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ১৫৪ রানের ইনিংস কভেন্ট্রির আলোকে আড়াল করে দেয়।

লর্ডসে ভারতের নাটকীয় জয় (২০২১)

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারত নাটকীয় জয় পায় ১৫১ রানে। নবম উইকেটে মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর ৮৯ রানের জুটিতে ম্যাচ ঘুরে যায়।

পরে ইংল্যান্ডকে মাত্র ২৭২ রানের লক্ষ্যে আটকে দিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত।

ইনডোরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ (২০০০)

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কলোনিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম ইনডোর আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে স্টিভ ওয়া ও মাইকেল বেভানের (১০৬) জুটিতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারায়।

লর্ড হকের জন্ম (১৮৬০)

মার্টিন, লর্ড হক, ক্রিকেট ইতিহাসের এক প্রভাবশালী প্রশাসনিক নাম। মাত্র পাঁচ টেস্ট খেললেও ইয়র্কশায়ারের অধিনায়ক হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতেন আটবার।

তিনি খেলোয়াড়দের জন্য শীতকালীন বেতনের ব্যবস্থা চালু করেন।

আজকের দিনে অন্যান্য ঘটনা

১৯৮৫ : এজবাস্টনে রিচার্ড এলিসনের ১০ উইকেটে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়।

১৯৮৯ : অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস জন্ম নেন।

১৯০৫ : জন্মদিনে আর্থার জোন্স টেস্টে প্রথম বদলি উইকেটকিপার হিসেবে নামেন।

২০১৪ : ৮ বছর পর টেস্টে ফিরে ভারত নারী দল ইংল্যান্ডকে হারায়।

১৯৮৩ : এইদিনে ওয়েস্ট ইন্ডিজের নাসিং ডিওনারাইন জন্মগ্রহণ করেন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।